National

শশীকলার হাতেই এআইএডিএমকে-র রাশ?

জয়ললিতার পরম বন্ধু তথা ছায়াসঙ্গী হিসাবে পরিচিত শশীকলাকে দলের রাশ নিজের হাতে নেওয়ার আর্জি জানালেন এডিএমকে-র প্রবীণ নেতারা। শনিবার ট্যুইট করে দলের তরফেই একথা জানানো হয়েছে। জয়ললিতার মৃত্যুর পর দলের রাশ শশীকলার হাতেই যাওয়া উচিত বলে সওয়াল করে আসছিল এডিএমকে-র একাংশ। শশীকলা নিজেও এই দায়িত্ব নিজের হাতে নেওয়ার ইচ্ছা চেপে রাখেননি। দলের একজন অন্যতম সদস্য হিসাবে শশীকলার হাতে এই গুরুভার তুলে না দেওয়ার কিছু নেই বলেও খোলাখুলি জানিয়েছিলেন দলের একাংশ। যদিও সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ নিয়ে দলের মধ্যেই মতানৈক্য রয়েছে। ফলে এডিএমকে-র পরবর্তী সাধারণ সম্পাদক কে হবেন তা নিয়ে যথেষ্ট চাপানউতোর চলছিল। তবে যত দিন যাচ্ছে ততই শশীকলার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিকে এডিএমকের তরফে এদিন দাবি করা হয়েছে জয়ললিতার মৃত্যুতে শোকাচ্ছন্ন হয়ে এখনও পর্যন্ত ২৮০ জন মারা গেছেন। যারমধ্যে গত ৫ ডিসেম্বরই ২০৩ জনের শোকাহত হয়ে মৃত্যু হয়।

 



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button