National

মানসিক অবসাদ, হুইলচেয়ারে বসে আত্মহত্যা

আপাতদৃষ্টিতে দেখলে মনে হবে হুইলচেয়ারে একজন বসে আছেন। কিন্তু তাঁর পাশ দিয়ে যাতায়াত করা কয়েকজনের সন্দেহ হয়। তাঁরা বুঝতে পারেন কিছু একটা ঘটেছে ওই ব্যক্তির সঙ্গে। পুলিশে খবর যায়। জানা যায় হুইলচেয়ারে বসে থাকা বছর ৪০-এর ব্যক্তি মৃত। তিনি বিশেষভাবে সক্ষম মানুষজনের মধ্যে পড়েন। জনবহুল এলাকায় এমনভাবে হুইলচেয়ারে এক ব্যক্তির মৃত অবস্থায় পড়ে থাকার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

সোমবার সকালে ঘটনাটি ঘটেছে দিল্লির অন্ধ্রপ্রদেশ ভবনের কাছে। প্রসঙ্গত এখানেই আবার এদিন অনশন শুরু করেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। ফলে এখানে বাড়তি ভিড়ও ছিল। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা এটা আত্মহত্যা। মৃত ব্যক্তি অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার বাসিন্দা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

মৃতের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। নোটটি তেলেগু ভাষায় লেখা। মৃতের নাম দেবালা অর্জুন রাও। সুইসাইড নোটের লেখা থেকে পুলিশ জানতে পারে তিনি বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *