National

বঙ্গোপসাগরে নিম্নচাপ, পর্যটকরা আটকে আন্দামানে, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত আন্দামানের স্বাভাবিক জনজীবন। আন্দামানে সারা বছরই পর্যটকের ভিড় লেগে থাকে। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র এই দ্বীপগুচ্ছ। সেই আন্দামানের বিভিন্ন দ্বীপে আটকে পড়েছেন পর্যটকেরা। প্রায় ৮০০ পর্যটক হ্যাভলক দ্বীপে আটকে আছেন। কিন্তু সেখান থেকে পোর্ট ব্লেয়ারেও ফেরার উপায় নেই। কারণ হ্যাভলক থেকে ফেরার জন্য একমাত্র ভরসা ফেরি সার্ভিস। কিন্তু সমুদ্র উত্তাল থাকায় ফেরি আপাতত বন্ধ। ফলে পরিবার নিয়ে রীতিমত আতঙ্কে পর্যটকেরা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি পোর্ট ব্লেয়ার থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে আন্দামান সাগরের ওপর অবস্থান করছে। যার জেরে আন্দামানের আবহাওয়া শোচনীয়। একটানা বৃষ্টিতে গোটা আন্দামান গৃহবন্দি। হ্যাভলক থেকে পর্যটকদের উদ্ধারের জন্য নৌ-সেনা নেমেছে। নৌ-বাহিনীর ৪টি জাহাজ পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকে গিয়েছে। আন্দামানে বহু বাঙালি পর্যটকও রয়েছেন। সারা বছরে এখানে বাঙালি পর্যটকের সংখ্যা চোখে পড়ার মতন। তাঁরাও আটকে রয়েছেন। আন্দামানে আটকে পড়া বাঙালি পর্যটকদের সুস্থ অবস্থায় কলকাতা ফেরাতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। পর্যটকদের ফেরাতে উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন তিনি।

 


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button