National

পাহাড়ের রাজ্যে প্রবল তুষারপাত-বৃষ্টি, দোসর হাড় কাঁপানো শৈত্যপ্রবাহ

হিমালয়ের কোলে পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ড। এই রাজ্যের অনেকটাই পাহাড়ে ঘেরা। আর সেই পাহাড়ি এলাকাতেই শুরু হয়েছে প্রবল তুষারপাত। সাদা বরফের চাদরে ঢেকে গেছে বহু এলাকা। পাহাড়ে যখন প্রবল তুষারপাত চলছে, তখন আবার রাজ্যের সমতলে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। এদিকে প্রবল তুষারপাতের জেরে উত্তরাখণ্ড জুড়েই শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। চিন্তার ভাঁজ আরও পুরু করে আবহাওয়া দফতর আরও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে। ফলে আপাতত রাজ্যের অধিকাংশ সরকারি ও বেসরকারি স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।

স্থানীয় মানুষজন তুষারপাতের জেরে সমস্যায় পড়লেও কদিনের জন্য বেড়াতে আসা পর্যটকরা বেজায় খুশি। সকলেই প্রায় জড়ো হয়েছেন মুসৌরির কাছে ধানাউলটি-তে। ছবির মত সুন্দর সেখানে প্রকৃতি। সাদা বরফে ঢাকা সেই মনোরম পরিবেশের ছবিও হুহু করে পোস্ট হচ্ছে আর ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। গাড়োয়াল হিমালয় এলাকা এ বছরের সবচেয়ে বেশি তুষারপাত পেয়েছে এদিন। আগামী কয়েকদিনে উত্তরাখণ্ডের তাপমাত্রা উল্লেখজনকভাবে কমবে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *