National

সাংবাদিক হত্যায় রাম রহিমের যাবজ্জীবন কারাদণ্ড

২০ বছরের কারাদণ্ড ভোগ করছে গুরমিত রাম রহিম। এবার সেই সাজার সঙ্গে নতুন এক সাজা যোগ হল। ২০০২ সালে সাংবাদিক রামচন্দ্র ছত্রপতিকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত রাম রহিমকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল সিবিআইয়ের বিশেষ আদালত।

সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি খুনে তাকে গত শুক্রবারই দোষী সাব্যস্ত করেছিল পঞ্চকুলার সিবিআই বিশেষ আদালত। গুরমিত রাম রহিম সহ ৪ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। আদালত ১৭ জানুয়ারি দোষী সাব্যস্তদের সাজা ঘোষণা করবে‌ বলে জানিয়েও দিয়েছিল। সেইমত এদিন সাজা ঘোষণা করল আদালত।

ধর্ষণের অভিযোগে সাজা হয়েছে তার। আদালতের নির্দেশে ২০ বছরের কারাবাসের সাজা ভোগ করছে ডেরা সচ্চা সৌদা-র প্রধান গুরমিত রাম রহিম। স্বঘোষিত এই ধর্মগুরুর আরও নানা কীর্তি সামনে আসে তাকে গ্রেফতার করার পর। তার ডেরায় ধর্ষণ থেকে শুরু করে পুরুষদের নপুংসক বানানোর কাজ, সবই চলত বলে জানতে পারেন তদন্তকারীরা। এবার গুরমিত রাম রহিমের জন্য নয়া সাজা নিশ্চিত হল। ২০ বছরের কারাদণ্ডের সঙ্গে সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা যোগ হল তার।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *