National

‘ঈশ্বরের নিজের দেশ’-এ বন্‌ধ সর্বাত্মক

বাম শ্রমিক সংগঠনগুলির ডাকে ২ দিন ব্যাপী ভারত বন্‌ধে মঙ্গলবার সকাল থেকেই কার্যত স্তব্ধ কেরালা। এদিন সকাল থেকেই কেরালার রাস্তায় সরকারি বাস নামেনি। কেরালায় এখন বাম সরকার। ফলে সেখানে যে বন্‌ধ সর্বাত্মক হবে তা আগেই আন্দাজ করা গেছিল। হয়েছেও তাই। তবে এদিন সরকারি বাস রাস্তায় দেখা না গেলেও কিছু বেসরকারি বাস পথে নেমেছে। দোকানপাট আংশিক খোলা। মানুষজন রাস্তায় তুলনামূলকভাবে অনেক কম। বন্‌ধ যে রয়েছে তা পথে বার হলেই কেরালায় পরিস্কার।

এদিনের বন্‌ধে অনেক রেল লাইন অবরোধ করেন বন্‌ধ সমর্থকেরা। ফলে বিভিন্ন রুটে রেল পরিষেবা ব্যাহত হয়েছে। অনেক দেরিতে চলাচল করছে ট্রেন। কেরালা জুড়েই প্রায় সব ব্যাঙ্কের শাখা বন্ধ। বন্ধ রাজ্য সরকারি দফতরগুলিও। এমনকি কেন্দ্রীয় সরকারি দফতরেও এদিন বন্‌ধের প্রভাব পড়েছে। বন্ধ সেসব অফিসও। যে সরকার ক্ষমতায় সেই বাম ট্রেড ইউনিয়নের বন্‌ধে যে কেরালা সম্পূর্ণ স্তব্ধ হবে তা বোঝাই গিয়েছিল। আপাতত এই রাজ্যেই বামেদের সরকার রয়েছে। তবে এদিন শবরীমালার পুণ্যার্থীদের আটকানো হয়নি। বরং তাঁরা যাতে মন্দিরে পৌঁছতে পারেন সেদিকে নজর রাখা হয়। সিপিএমের তরফেও এদিন কেরালায় বন্‌ধ সর্বাত্মক বলে দাবি করা হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *