National

দূষণ থেকে বাঁচতে শুরু ইলেকট্রিক বাস পরিষেবা

গোটা শহরটা ভয়ংকর দূষণের কোপে জর্জরিত। রীতিমত খবরের শিরোনামে জায়গা পাচ্ছে এ শহরের দূষণমাত্রা। দিল্লিকে সেই ভয়ংকর দূষণের কোপ থেকে বার করে আনতে নানাভাবে চেষ্টা চলছে। তারই অঙ্গ হিসাবে দিল্লিতে পরীক্ষামূলকভাবে চালু হল ইলেকট্রিক বাস। আগামী ৩ মাসের জন্য এটা ট্রায়াল রান হিসাবেই নেওয়া হবে। দিল্লির আনন্দবিহার থেকে মেহরুলি পর্যন্ত ৩৫ আসনের এই বাস চলাচল করবে।

এই ইলেকট্রিক বাস থেকে বায়ু দূষণ ছড়ানোর ভয় নেই। নেই শব্দ দূষণের সমস্যাও। এই বাস যদি ঠিকঠাক চলে তবে আগামী দিনে হয়তো দিল্লিবাসী এক দূষণহীন পরিবহণে সড়কপথে সহজেই গন্তব্য পৌঁছতে পারবেন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *