National
২৪ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন প্রাক্তন সিআরপিএফ আধিকারিক

প্রাক্তন সিআরপিএফ আধিকারিক ছিলেন হরভগত সিং। ৬৫ বছরের ওই বৃদ্ধ তাঁর স্ত্রী ও পুত্রের সঙ্গে থাকতেন গুরুগ্রামের অভিজাত এলাকা গল্ফ এস্টেট সেক্টর ৬৬-এ। এখানেই একটি বহুতলের ২৪ তলার ফ্ল্যাটে থাকতেন তিনি। বুধবার তিনি ওই ২৪ তলার ফ্ল্যাটের বারান্দা থেকে নিচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
পুলিশ প্রাথমিক তদন্তের পর জানতে পেরেছে দীর্ঘদিন ধরেই অসুস্থতার কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন হরভগত সিং। তার জেরেই এই আত্মহত্যা বলে মনে করছে পুলিশ। তবে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতের ফ্ল্যাট থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার করতে পারেনি পুলিশ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)