National

ভারতে ঢুকেছে ৩ জঙ্গি, জানাল পঞ্জাব পুলিশ

একটি সুইফট্ ডিজায়ার গাড়িতে ভারতে ঢুকে পড়েছে তিন সন্ত্রাসবাদী। তাদের সঙ্গে যথেষ্ট পরিমাণে অস্ত্র রয়েছে। একটি বিস্ফোরক ঠাসা আত্মঘাতী বেল্টও তাদের সঙ্গে থাকতে পারে। এমনই এক চাঞ্চল্যকর সতর্কবার্তা দিল পঞ্জাব পুলিশ। পঞ্জাব সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে জঙ্গিরা। তাদের নিশানায় দেশের তিনটি শহর থাকতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। সম্ভবত দিল্লি, মুম্বই ও গোয়ায় হামলা চালাতেই তারা ভারতে প্রবেশ করেছে বলে দাবি করেছেন পঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল ল এণ্ড অর্ডার। প্রতিটি রেলওয়ে স্টেশন, ভিড়ে ঠাসা এলাকা, বাজার, আধ্যাত্মিক স্থান, পুলিশ ও সেনা ভবন, শপিং মল ও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। প্রতিটি গাড়ি তন্নতন্ন করে তল্লাশির নির্দেশও জারি করেছে পঞ্জাব পুলিশ।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button