National

নোট বাতিলে জোগাড় হয়নি মেয়ের বিয়ের টাকা, আত্মহত্যা দিনমজুরের

মেয়ের বিয়ের জন্য প্রয়োজনীয় টাকা জোগাড় করতে না পেরে দিশেহারা হয়ে আত্মহত্যা করলেন এক দিনমজুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজকোটের কাছে খোদিয়ারনগরে। এদিন সকালে তাঁর ছেলে ত্রিভুবন সুমেসারা নামে ওই বছর ৪৫-এর অসহায় পিতার দেহ ঝুলতে দেখেন। ঘরের ফ্যানের সঙ্গে লটকে ঝুলছিল দেহটি। পারিবারিক সূত্রে জানান হয়েছে, সামনেই ত্রিভুবনের মেয়ের বিয়ে। দরিদ্র পরিবারে নিজের জমানো টাকা ও আত্মীয়দের কাছ থেকে কিছু টাকা আপাতত ধার করে মেয়েকে স্বামীর ঘরে পাঠানোর কথা ভেবেছিলেন তিনি। কিন্তু আচমকাই কেন্দ্রীয় নোট বাতিলের ঘোষণা ত্রিভুবনকে সমস্যায় ফেলে বলে পারিবারের দাবি।

দিশেহারা পিতা ঠিক করতে পারছিলেন না বিয়ের জন্য এতগুলো টাকা তিনি কোথা থেকে পাল্টাবেন? আত্মীয়রা পুরানো বড় নোট দিতে রাজি। তাঁর কাছেও যেটুকু জমানো তাও বড় নোট। এদিকে নোট পাল্টানোর উর্ধ্বসীমাও বেঁধে দেওয়া হয়েছে। ফলে দিশেহারা হয়ে পড়েন ত্রিভুবন। তারপরই তাঁর দেহ এদিন ফ্যান থেকে ঝুলতে দেখা যায়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *