National
গাড়ি দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

গাড়ি দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু হল। উল্টোদিক থেকে আসা একটি দ্রুত গতির ট্যাঙ্কারে ধাক্কা মারে গাড়িটি। মুখোমুখি সংঘর্ষে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির ৩ আরোহীর। এঁরা সকলেই একই পরিবারের সদস্য। গাড়ির অন্য ২ আরোহী গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক।
উত্তরাখণ্ডের বাসিন্দা ওই পরিবার গাড়িতে আসছিলেন। উত্তরপ্রদেশের বরেইলি জেলার বাহেরি বাইপাসে সেটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার জেরে ওই রাস্তায় যান চলাচল বেস কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয়।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)