National

জটিলতা কাটল, ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেশ বাঘেল

৩ রাজ্য ছত্তিসগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থানে ভোটে দুরন্ত ফলের পর কংগ্রেস হাইকমান্ডের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ৩ রাজ্যের মুখ্যমন্ত্রী বেছে নেওয়া। রাজস্থানে অশোক গেহলৌত ও শচীন পাইলটের মধ্যে গেহলৌতকে বেছে নেওয়া এবং মধ্যপ্রদেশে কমল নাথ ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মধ্যে কমল নাথকে বেছে নেওয়ার পর কংগ্রেসের সামনে বড় চ্যালেঞ্জ ছিল ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী নির্বাচন। সেখানে লড়াই ছিল বিরোধী দলনেতা হিসাবে এতদিন সাফল্যের সঙ্গে কাজ করা টিএস সিং দেও এবং প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেশ বাঘেলের মধ্যে। এই ২ জনের কাকে মুখ্যমন্ত্রী হিসাবে বাছা হবে তা নিয়ে জটিলতা বাড়ছিল। অবশেষে ৫ দিন পর জটিলতার অবসান হল।

রবিবার দলের বিধায়কদের সংখ্যা গরিষ্ঠের সহমতে নেতা নির্বাচিত হলেন ভূপেশ বাঘেল। টিএস সিং দেও দৌড়ে এগিয়ে থাকলেও শেষ হাসি হাসলেন ভূপেশই। প্রসঙ্গত ১৫ বছর পর বিজেপির হাত থেকে ছত্তিসগড় ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। ৯০ আসনের ছত্তিসগড় বিধানসভায় কংগ্রেস একাই জিতেছে ৬৮টি আসন। ৩ রাজ্যের মধ্যে সবচেয়ে বড় জয় এসেছে ছত্তিসগড় থেকেই।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *