National

বিজেপির সঙ্গ ছেড়ে কংগ্রেসের সঙ্গে কথা শুরু করলেন কুশওয়াহা

বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রে ক্ষমতাসীন এনডিএ-র শরিক দল হিসাবে থেকেছে রাষ্ট্রীয় লোক সমতা পার্টি। দলের নেতা উপেন্দ্র কুশওয়াহা ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। গত ১০ ডিসেম্বর মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন তিনি। তাঁর দলও এনডিএ ছেড়ে বেরিয়ে আসে। এর ঠিক ৫ দিন পর গত শনিবার কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের সঙ্গে দেখা করেন কুশওয়াহা। রাষ্ট্রীয় লোক সমতা পার্টির তরফে জানানো হয় কুশওয়াহার সঙ্গে আহমেদ প্যাটেলের বিহারের রাজনৈতিক নানা বিষয়ে কথা হয়েছে। আগামী দিনে তিনি সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গেও দেখা করতে পারেন।

এমন ইঙ্গিত রয়েছে যে রাষ্ট্রীয় লোক সমতা পার্টি বিহারে তৈরি হওয়া মহাজোটে যুক্ত হতে পারে। বিহারে কংগ্রেস, লালু প্রসাদের আরজেডি এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেন রাম মাঝির হিন্দুস্তানি আওয়াম মোর্চা-সেকুলার, এই ৩ দলের মহাজোট তৈরি হয়েছে। তার চতুর্থ সদস্য হতে পারে কুশওয়াহার রাষ্ট্রীয় লোক সমতা পার্টি। অন্তত তেমন ইঙ্গিত স্পষ্ট।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *