National

হাসপাতাল, ওষুধের দোকানে পুরনো নোট চলবে ২৪ তারিখ পর্যন্ত

আগামী ২৪ নভেম্বর রাত ১২টা পর্যন্ত হাসপাতালের বিল পুরনো নোটেই মেটানো যাবে। এটা সরকারি ও বেসরকারি সব হাসপাতালের ক্ষেত্রেই প্রযোজ্য। এদিন এমনই জানালেন কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ত দাস। ফলে হাসপাতালে বিল মেটানো নিয়ে ভোগান্তি কিছুটা হলেও কমবে বলে মনে করছে আমজনতা। সরকারি হাসপাতালগুলোয় এরফলে সুবিধা হলেও বেসরকারি হাসপাতালগুলো এসব মানতে চাইছে না বলে বহু মানুষ অভিযোগ করেছেন।

হাসপাতালের পাশাপাশি ওষুধের দোকানের ক্ষেত্রেও পুরনো নোটে বিল মেটানো যাবে বলে জানিয়েছেন অর্থসচিব। বহু মানুষকে প্রতিদিন ওষুধের ওপর বেঁচে থাকতে হয়। অনেকের জীবনদায়ী ওষুধই বেঁচে থাকার চাবিকাঠি। এসব মানুষের জন্য সিদ্ধান্ত কার্যকরী ভূমিকা নেবে বলেই মনে করছেন অনেকে। যদিও বাস্তবে পাড়ার ছোটখাটো ওষুধের দোকানগুলো পুরনো নোট নিতে চাইছে না বলেই অভিযোগ করেছেন অনেকে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *