National

ক্ষোভে দল ছাড়লেন বিজেপি সাংসদ

উত্তরপ্রদেশে যেভাবে যোগী আদিত্যনাথ সরকার চলছে তাতে খুশি নন বিজেপির অনেক সাংসদ, বিধায়ক। এ কথা বারবার উঠে আসছে বিভিন্ন মহল থেকে। তার প্রমাণ এবার মিলল হাতেনাতে। উত্তরপ্রদেশের দলিত নেত্রী তথা বাহরাইচ লোকসভা কেন্দ্র থেকে বিজেপির সাংসদ সাবিত্রী ফুলে বৃহস্পতিবার বিজেপির সদস্যপদ থেকে ইস্তফা দিলেন। তাঁর অভিযোগ, বিজেপি সরকার অনেক কিছু বললেও রাজ্যে দলিত সংরক্ষণের বিষয়ে গা দিচ্ছে না।

কিছুদিন আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছিলেন যে ভগবান হনুমান একজন দলিত ছিলেন। তখনই সাবিত্রী ফুলে দাবি করেছিলেন যে যখন আদিত্যনাথ মেনেই নিচ্ছেন হনুমান দলিত ছিলেন, তখন হনুমান মন্দিরগুলিতে দলিতদের পুরোহিতের কাজ দেওয়া হোক। তখনই সাবিত্রী ফুলের তরফে বিদ্রোহের আঁচ স্পষ্ট হয়েছিল। এদিন তা পরিস্কার হয়ে গেল।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি উত্তরপ্রদেশে বিজেপি সরকারের শরিক দল। শরিক দল হওয়ার সুবাদে উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী ওই দলের অন্যতম নেতা তথা বিধায়ক ওম প্রকাশ রাজভর। সাবিত্রী ফুলের ইস্তফার পর তাঁর দাবি, এই তো সবে শুরু। এবার এক এক করে অনেক নেতাই দল ছেড়ে বিদায় নেবেন। অনেক সাংসদ, বিধায়কই উত্তরপ্রদেশ সরকারের কাজকর্ম মেনে নিতে পারছেন না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *