National

কাঁপছে ভূস্বর্গ, মাইনাসে শ্রীনগর

প্রবল ঠান্ডায় এখন কার্যত জবুথবু জম্মু কাশ্মীর। আকাশ পরিস্কার। ফলে পারদ পরছিল হুহু করে। লে-লাদাখ বা কার্গিল তো কবেই মাইনাসে পৌঁছে গিয়েছে। সাদা বরফের ঢাকা পড়েছে চারধার। পহেলগাঁও, গুলমার্গ, সোনমার্গের মত পরিচিত জায়গাগুলোতেও তাপমাত্রা গত সপ্তাহেই মাইনাসের তলানি ছুঁয়েছে। আরও নামছে সেখানকার পারদ। প্রকৃতি এখানে সাদা বরফের চাদরে ঢাকা। কার্গিলের দ্রাসে এদিন তাপমাত্রা রেকর্ড হয়েছে মাইনাস ১৪ ডিগ্রি!

এবার সেই মাইনাসের তলানিতে পৌঁছল খোদ রাজধানী শহর শ্রীনগরও। এদিন শ্রীনগরে মরসুমের শীতলতম দিন। তাপমাত্রার পারদ পৌঁছে গিয়েছে মাইনাস ৩.২ ডিগ্রিতে। হাওয়া অফিস জানিয়েছে এখানেই শেষ নয়, শ্রীনগরের তাপমাত্রার পারদ আরও নামবে। আকাশ পরিস্কার, তারসঙ্গে বাতাসে শুকনো ভাব পারদকে টেনে নামিয়ে দিচ্ছে। ফলে আগামী ৬-৭ দিনে আরও পড়বে শ্রীনগরের পারদ।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *