National

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ৩ বছরের মেয়েকে ধর্ষণ, গ্রেফতার বাবা

Published by
News Desk

স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হত তার। সেদিন রাতেও মদ্যপান করে ফেরার পর স্ত্রীর সঙ্গে ঝগড়া জুড়ে দেয় সে। দিনের পর দিন এমন চলতে চলতে অতিষ্ঠ হয়ে কিছুদিন আগের সেই রাতে ১ বছরের কন্যাকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যান স্ত্রী। চলে যান তাঁর এক আত্মীয়ের বাড়িতে। গুরুগ্রাম ওই বাড়িতে মদ্যপ স্বামীর কাছে রেখে যান তাঁদের ৩ বছরের কন্যাকে। অভিযোগ, স্ত্রী চলে যাওয়ার পর বাড়িতে ৩ বছরের কন্যার সঙ্গে একা হয়ে যায় ওই ব্যক্তি। সেই সুযোগে সে নিজের ওই শিশুকন্যাকেই ধর্ষণ করে।

এদিকে রাগ কিছুটা পড়তে পরদিন সকালে ওই ব্যক্তির স্ত্রী বাড়িতে ফিরে আসেন। দেখেন স্বামী বাড়িতে নেই। আর তাঁর ৩ বছরের শিশুকন্যা রক্তাক্ত অবস্থায় বিছানায় অচেতন অবস্থায় পড়ে। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা শুরু হয়। চিকিৎসকেরা নিশ্চিত করেন ওই শিশুকে ধর্ষণ করা হয়েছে। এরপরই ওই মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের খোঁজ শুরু করে পুলিশ। অবশেষে গত শুক্রবার মেয়েকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

Share
Published by
News Desk