National

গুলির লড়াইয়ে মৃত ৮ মাওবাদী, বড়সড় সাফল্য বলল সিআরপিএফ

ছত্তিসগড়ে মাওবাদীদের উৎপাত হালে অনেকটাই বেড়েছে। বারবার মাও হানার কবলে পড়তে হচ্ছে পুলিশকে। পাল্টা অপারেশন শুরু করে সিআরপিএফ ও পুলিশের যৌথবাহিনী। আর সেই অপারেশনে সোমবার বড়সড় সাফল্য মিলল। ৮ মাওবাদীকে গুলিতে ঝাঁঝরা করে দিল পুলিশ, সিআরপিএফের যৌথবাহিনী। ১ মাওবাদীকে গুলিবিদ্ধ অবস্থায় পাকড়াও করা হয়েছে। মাওবাদীদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে। একে বড়সড় সাফল্য হিসাবে ব্যাখ্যা করেছে সিআরপিএফ।

ছত্তিসগড়ের সুকমা জেলা। মাওবাদীদের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত এই এলাকা। এখানে জঙ্গলে মাওবাদীদের প্রবল দাপট। এখানেই সালকর গ্রাম সংলগ্ন বিশাল গহন অরণ্য। সেখানেই সোমবার চারদিক থেকে ঘিরে অভিযান শুরু করে যৌথবাহিনী। এখানে লুকিয়ে থাকা পিপলস লিবারেশন গেরিলা আর্মি-কে টার্গেট করেই তাদের অভিযান শুরু হয়। পিএলজিএ হল মাওবাদীদের সশস্ত্র বাহিনী। তাদের প্রায় দেড়শো সদস্য এদিন যৌথ বাহিনীকে প্রতিহত করতে গুলির লড়াই শুরু করে। বেলা সাড়ে ১০টা থেকে শুরু হয় গুলিযুদ্ধ। দীর্ঘক্ষণ চলার পর অবশেষে পিছু হঠে মাওবাদীরা। তাদের ৮ সদস্য সুরক্ষা বাহিনীর গুলিতে মারা যায়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *