National

আকাশ থেকে নেমে এল মৃত্যু!

জম্মু কাশ্মীরের পাহাড়ি এলাকায় তুষারপাত হচ্ছে। বাকি অংশের অনেক জায়গাতেই চলছে বৃষ্টি। বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হচ্ছে মুহুর্মুহু। সেই বজ্রপাতের শিকার হয় ভেড়া ও ছাগলের পাল। ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের রাজৌরির আলাল মাংগোতা এলাকায়।

রাজৌরিতে একটি ছাগপালকের শতাধিক ছাগল ও ভেড়া রয়েছে। সেগুলির ওপরই শুক্রবার আছড়ে পড়ে বিদ্যুতের ঝলক। মুহুর্তে ঝলসে মৃত্যু হয় ছাগল ও ভেড়াগুলির। নিমেষে শেষ হয়ে যায় শতাধিক ছাগল ও ভেড়া।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *