গ্যাসের দোকানের কর্মীকে গুলি করে তাঁর কাছে থাকা নগদ ১০ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল ২ দুষ্কৃতি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোমতিনগরে। সোমবার শ্যাম সিং নামে ওই গ্যাস দোকানের কর্মী একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ১০ লক্ষ টাকা তুলে বার হন। অভিযোগ তখনই ২ বাইক আরোহী এসে তাঁকে গুলি করে তাঁর কাছে থাকা টাকা নিয়ে পালায়। জনবহুল এলাকায় কার্যত সকলের চোখের সামনেই ঘটনাটি ঘটে।
আততায়ীদের একজনের মুখ কালো কাপড়ে বাঁধা ছিল। অন্য জনের মাথা হেলমেটে ঢাকা ছিল। রক্তাক্ত অবস্থায় শ্যাম সিংকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। শ্যামের স্ত্রী ও ২ মেয়েকে তখনই খবর দেওয়া হয়। আততায়ীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)













