National

প্যারাগ্লাইডারদের জন্য মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে হিমাচল

হিমাচল প্রদেশের পাহাড়ি এলাকায় প্যারাগ্লাইডিং নতুন কিছু নয়। দেশ বিদেশ থেকে এখানকার উপত্যকায় প্যারাগ্লাইডিংয়ের আনন্দ উপভোগ করতে ছুটে আসেন মানুষজন। কিন্তু ইদানিং প্যারাগ্লাইডিংয়ের স্বর্গরাজ্য সেই হিমাচলই প্যারাগ্লাইডারদের জন্য আতঙ্কের জায়গা হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগেই স্পেনের জো লেভিস প্যারাগ্লাইডিং করাকালীন নিখোঁজ হয়ে যান। ৫ দিন পর তাঁকে পাওয়া যায় পালামপুরের বান্দলা অরণ্য থেকে। তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও গত মঙ্গলবার পারাগ্লাইডিংয়ের সময় হারিয়ে যান সিঙ্গাপুরের পর্যটক কোক চ্যাং। পরে তাঁর দেহ কাঙরার বীর-বিলিং এলাকা থেকে উদ্ধার হয়।

ফের সেই একই কাণ্ড ঘটল হিমাচল প্রদেশে। এবার ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক সঞ্জয় কেআর দেবারকোন্দার দেহ মিলল মান্ডির জোগিন্দরনগর এলাকা থেকে। বৃহস্পতিবার তাঁর দেহ উদ্ধার হয়। গত বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। প্যারাগ্লাইডিং করাকালীন নিখোঁজ হয়ে যান তিনি। শুরু হয় তল্লাশি। সকালে তাঁর দেহ উদ্ধার হয়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *