Friday , April 19 2019
Accident
প্রতীকী ছবি

নবমীর দিন ২টি দুর্ঘটনায় মৃত ৬

মহানবমীর দিন দুটি পৃথক দুর্ঘটনা কেড়ে নিল ৬টি প্রাণ। আহত ১। দুর্ঘটনা ২টি ঘটেছে বিহারের পাটনা ও ভোজপুর জেলায়। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ২টো নাগাদ পাটনার রূপসপুর থানা এলাকার রুকনপুরা ফ্লাইওভারের ওপর দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় বাইকে সওয়ার ২ যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপর ২ যুবককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ১ জনের মৃত্যু হয়। অন্য যুবকের অবস্থাও আশঙ্কাজনক। প্রবল গতিতে বাইক নিয়ে ভুল লেন এ ঢুকে পড়াকেই দুর্ঘটনার কারণ বলে মনে করছে পুলিশ। মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

ভোজপুর জেলায় অপর একটি সড়ক দুর্ঘটনায় বাইকে সওয়ার ৩ যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই ৩ যুবক বাইকে করে দুর্গাপুজো উপলক্ষে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে ফিরছিলেন। সেই সময় একটি গাড়ির সঙ্গে বাইকটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ যুবকের। অপর ২ যুবককে গুরুতর আহত অবস্থায় পাটনা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁদের মৃত্যু হয়। মৃতদেহগুলি পুলিশ ময়নাতদন্তে পাঠিয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটির কোনও খোঁজ পাওয়া যায়নি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *