National

খাদে যাত্রীবোঝাই বাস, মৃত কমপক্ষে ৫০


মর্মান্তিক দুর্ঘটনা। তেলেঙ্গানায় খাদে বাস উল্টে মৃত্যু হল কমপক্ষে ৫০ জনের। মৃতদের মধ্যে অধিকাংশই শিশু ও মহিলা। আহত বেশ কয়েকজন। অঞ্জনেয় স্বামী মন্দির থেকে ফিরছিলেন প্রায় ৬০ জন পুণ্যার্থী। ওই বাসেই সওয়ার ছিলেন তাঁরা। কোন্দাগাত্তুর পাহাড়ি পথে ফিরছিল সরকারি বাসটি। মঙ্গলবার সকালে বাসটি পাহাড়ি পথে কোনওভাবে নিয়ন্ত্রণ হারায়। তারপর গড়িয়ে পড়ে খাদে। ঘটনার পর দ্রুত উদ্ধার ও চিকিৎসা সংক্রান্ত সুবিধা দেওয়ার জন্য আধিকারিকদের নির্দেশ দেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।


ঘটনায় বাসের চালকেরও মৃত্যু হয়। যে রাস্তা দিয়ে বাসটি ফিরছিল সেটি বেশ ব্যস্ত রাস্তা। পাহাড়ি রাস্তায় অন্য একটি বাসকে পাশ দিতে গিয়েই চালক নিয়ন্ত্রণ হারান বলে দাবি করেছেন স্থানীয়রা।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *