National

প্রাক্তন পুলিশকর্মীকে রাস্তার ওপর পিটিয়ে মারল ৩ দুষ্কৃতি, দাঁড়িয়ে দেখল জনতা

প্রাক্তন এক পুলিশকর্মীকে রাস্তায় ফেলে পিটিয়ে হত্যা করল ৩ দুষ্কৃতি। প্রকাশ্য রাস্তায় ফেলে এক বৃদ্ধকে এমন অমানুষিকভাবে মারতে দেখেও তাঁকে বাঁচাতে এগিয়ে এলেন না কেউ। বরং বাড়ি থেকে মুখ বাড়িয়ে দেখলেন অনেকে। স্কুটার বাইকে করে অনেকে পাশ কাটিয়ে চলে গেলেন। কেউ আবার ঝঞ্ঝাট এড়াতে বাইক ঘুরিয়ে এলাকা ছাড়লেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার সকালে। আর সেই ভয়ংকর ঘটনার সিসিটিভি ফুটেজ এখন ছড়িয়ে পড়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে।

সোমবার সকালে এলাহাবাদের একটি রাস্তা দিয়ে সাইকেলে করে যাচ্ছিলেন অবসরপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর বছর ৭০-এর বৃদ্ধ আবদুল সামাদ খান। সেই সময় আচমকাই তাঁকে পিছন দিক থেকে এসে গোলাপি রঙের জামা পড়া এক দুষ্কৃতি লাঠি দিয়ে মারে। টাল হারিয়ে রাস্তায় পড়ে যান বৃদ্ধ। এরপর তাঁকে এলোপাথাড়ি মারতে থাকে ওই যুবক। প্রথমে কিছুটা প্রতিহত করার চেষ্টা করলেও আরও ২ জন দুষ্কৃতি লাঠিপেটায় যুক্ত হলে বৃদ্ধের আর কিছু করার থাকেনা। ৩ জনের প্রবল মারে বৃদ্ধ রক্তাক্ত অবস্থায় রাস্তায় অচেতন হয়ে পড়েন। বেশ কিছুক্ষণ একটানা মারের পর সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতিরা। রক্তাক্ত সামাদ খানকে হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে ১ অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ। বাকি ২ জনের খোঁজে তল্লাশি চলছে। এরা সকলেই অপরাধ জগতের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। জমি সংক্রান্ত সমস্যাকে কেন্দ্র করেই এই হামলা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। এদিকে সিসিটিভি ফুটেজ সামনে আসার পর এখন দেশ জুড়ে একটাই প্রশ্ন। এভাবে এক বৃদ্ধকে ৩ জন যুবক মিলে মারল, অথচ কেউ একজনও তাঁকে বাঁচাতে এগিয়ে এল না? এমন এড়িয়ে যাওয়া চলতে থাকলে কিন্তু আগামী দিনে দুষ্কৃতিরা আরও অত্যাচার বাড়াবে বলেই মনে করছেন অনেকে। যা আদপে সকলের জীবনেই কালো দিন বয়ে আনতে পারে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *