National

বৃষ্টি কমেছে, তবে পরিস্থিতি এখনও যে কে সেই


বৃষ্টি কিছুটা কমেছে। কেরালার বেশ কিছু জায়গায় গত শনিবারই রোদের ফালি চোখে পড়েছিল। রবিবার অবস্থার আরও কিছুটা উন্নতি হয়েছে। যদিও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে তা অত ভয়ংকর হবে না। বৃষ্টি কমলেও কেরালার অবস্থা এখনও শোচনীয়। যদিও কিছু কিছু জায়গায় জল কমতে শুরু করেছে। কিন্তু ধ্বংসের চাহারা এতটাই মারাত্মক যে এখনও বহু মানুষ জলবন্দি অবস্থায় বাড়ির ছাদে, টালির চালে, এমনকি গাছের মগ ডালে কোনওক্রমে প্রাণ নিয়ে অপেক্ষা করছেন। কখন তাঁদের উদ্ধার করা হবে সেই প্রতীক্ষায়। উদ্ধারকার্য অবশ্য পুরোদমেই চালিয়ে যাচ্ছেন ভারতীয় সেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের উদ্ধারকারীরা। বহু জায়গায় চলছে আকাশপথে উদ্ধারকাজ।


ইতিমধ্যেই বন্যায় সাড়ে তিনশোর ওপর মানুষের মৃত্যু হয়েছে। ৬ লক্ষের ওপর মানুষ গৃহহীন। তাঁদের ৩ হাজার ত্রাণ শিবিরে রাখা হয়েছে। ত্রাণ সাহায্য এসে পৌঁছচ্ছে। গত শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫০০ কোটি টাকার ত্রাণ সাহায্য ঘোষণা করেছেন। এদিন পশ্চিমবঙ্গ সরকার ১০ কোটি টাকা আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেছে। সাহায্য আসছে অন্যান্য জায়গা থেকেও।


জল নামতে শুরু করার পর এবার চিন্তা ধ্বংসের চেহারা কেমন হবে তা ভেবে। কেরালা সরকার মনে করছে স্বাভাবিক অবস্থায় ফিরতে কমপক্ষে ২ হাজার কোটি টাকা দরকার। এদিকে ত্রাণ শিবিরে থাকা মানুষ এখন ঘরে ফেরার প্রহর গুনছেন। সব ছেড়ে কার্যত এক কাপড়ে প্রাণ বাঁচিয়ে চলে এসেছিলেন তাঁরা। এখন তাঁদের একটাই চিন্তা, ফিরে গিয়ে নিজেদের সবচেয়ে প্রিয় আশ্রয়টার কেমন দশা দেখবেন তাঁরা? আদৌ সব কিছু ঠিকঠিক থাকবে তো?

(ছবি – সৌজন্যে – ট্যুইটার – নরেন্দ্র মোদী)




Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *