National

বিজেপি কার্যালয়ের সামনে ফের রোষের শিকার স্বামী অগ্নিবেশ

Published by
News Desk

প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে শেষ শ্রদ্ধা জানাতে এদিন দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির দলীয় কার্যালয়ে হাজির হয়েছিলেন অনেকে। সেইসময়ে সমাজকর্মী স্বামী অগ্নিবেশ দীনদয়াল মার্গে উপস্থিত হন। প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে আসা ৭৯ বছরের স্বামী অগ্নিবেশকে চিনতে পেরে বেশ কয়েকজন তাঁর দিকে এগিয়ে আসেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই ছবি দেখানোও হয়। অভিযোগ, তাঁরা স্বামী অগ্নিবেশকে ঘিরে নিয়ে বিশ্বাসঘাতক বলে স্লোগান দিতে থাকেন। অগ্নিবেশকে ফিরে যেতেও বলেন তাঁরা। প্রকাশ্য রাস্তায় এই ঘটনা ঘটতে থাকে। অভিযোগ, এরপর স্বামী অগ্নিবেশের মাথার পাগড়ি খুলে দেন বিক্ষুব্ধরা। তাঁকে ধাক্কাও মারা হয়। এরমধ্যেই বিষয়টি নজরে আসে পুলিশের। দ্রুত অগ্নিবেশকে পুলিশের গাড়িতে তুলে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ। এই সময়ে পুলিশের গাড়ির ওপরও চড়াও হন বিক্ষুব্ধ জনতা।

প্রসঙ্গত কিছুদিন আগেই ঝাড়খণ্ডের পাকুড় জেলায় রাস্তার ওপর ফেলে মারা হয় স্বামী অগ্নিবেশকে। অভিযোগের তির ছিল বিজেপি যুব মোর্চার দিকে। তাদের অভিযোগ, আদিবাসীদের ধর্মান্তরের জন্য উস্কানি দিচ্ছেন স্বামী অগ্নিবেশ। ওই ঘটনায় আঘাত পান এই বৃদ্ধ সমাজকর্মী। তারপর ফের এদিন আক্রমণের শিকার হলেন তিনি।

Share
Published by
News Desk