National

রানওয়ে ছেড়ে ছুটল বিমান, কপাল জোরে রক্ষা পেলেন ১৬১ যাত্রী

প্রবল বৃষ্টি হচ্ছিল রাতভর। ভোরের দিকেও বৃষ্টিতে বিরাম ছিলনা। এদিকে ভোর ৪টে ২০ মিনিটে কেরালার কোচি বিমানবন্দরে নামার কথা ছিল কুয়েত এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বিমানের। সময়মত সেটি অবতরণের জন্য প্রস্তুত হয়। চারপাশে তখন ঝাপসা করা বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে কিছুই ভাল করে দেখতে পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় রানওয়ের দু’পাশ ধরে আলো লক্ষ্য করেই রানওয়েতে নামতে যায় বিমানটি। ১৬১ জন যাত্রীকে নিয়ে বিমানটি রানওয়ে ছোঁয়ার পর তা কোনওভাবে দিশাহারায়। দৃশ্যমানতার অভাবেই এই অবস্থা বলে প্রাথমিকভাবে মনে করছেন বিশেষজ্ঞেরা।

National News


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

বিমানটি রানওয়ে থেকে কিছুটা সরে পাশ দিয়ে ছুটতে শুরু করে। ক্রমশ তার গতি কমে। দাঁড়িয়ে পড়ে বিমানটি। বিমানের চাকায় রানওয়ের বেশ কিছু আলো ভেঙে গুঁড়িয়ে যায়। তবে বিমানটির কোনও বড় ক্ষতি হয়নি। শুধু একটি চাকা বদলাতে হয়েছে বলে খবর। অল্পের জন্য রক্ষা পান ১৬১ জন যাত্রী। পরে বিমানটি মেরামত করার পর ফের সেটি কুয়েতের দিকে উড়ে যায়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *