National

সংরক্ষণের দাবিতে মহারাষ্ট্রে আত্মহত্যা অব্যাহত

তেলেঙ্গানা নিয়ে রক্তক্ষয়ী সংগ্রাম দেখেছিল গোটা দেশ। স্বতন্ত্র রাজ্যের দাবিতে সেসময়ে আত্মঘাতী হয়েছিলেন আন্দোলনকারীরা। আর এবার সংরক্ষণের দাবিকে সামনে রেখে মহারাষ্ট্রে আত্মাহুতি দিলেন ৫ জন। প্রথম গোদাবরীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন কাকাসাহেব শিণ্ডে নামে এক যুবক। তাঁর মৃত্যু সংরক্ষণের দাবিতে আন্দোলনকে তীব্র রূপ দেয়। ঔরঙ্গাবাদ সহ মারাঠওয়াড়ার বিস্তীর্ণ এলাকায় প্রবল আন্দোলন ছড়িয়ে পড়ে। পুলিশের গাড়ি ভাঙচুর, আগুন, দোকান ভাঙচুর, বেস্টের বাসে পাথর বর্ষণ, পুলিশকে লক্ষ্য করে ইট বর্ষণ সবই চলতে থাকে। আন্দোলনের আঁচ এসে পৌঁছয় বাণিজ্য নগরী মুম্বইতেও। পরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের আলোচনার টেবিলে বসার আশ্বাস আন্দোলনকে কিছুটা হলেও শান্ত করে।

সরকারি চাকরি ও শিক্ষার ক্ষেত্রে ১৬ শতাংশ সংরক্ষণের দাবিতে ১ সপ্তাহের উপর আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছেন মারাঠারা। সেই আন্দোলনে অংশ নিয়ে প্রমোদ জয়সিং হোর, কাকাসাহেব শিণ্ডে সহ ৫ জন মারা গিয়েছে। এঁদের কয়েকজন তাঁদের সুইসাইড নোটে লিখেছেন তাঁদের মৃত্যুর পরও যেন আন্দোলন থেমে না যায়। যাঁরা রইলেন তাঁরা যেন আন্দোলন চালিয়ে যান। আর এতে যেন আন্দোলন নতুন করে উদ্যম পাচ্ছে। নানাভাবে বিক্ষোভ প্রকাশ করছেন আন্দোলনকারীরা।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *