National

অল্পের জন্য মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ এড়াল ২টি যাত্রীবাহী বিমান

যখন ২টি বিমান একে অপরকে পার করল তখন তাদের মধ্যে উল্লম্বভাবে দূরত্ব ছিল মাত্র ২০০ ফুট! একটু এদিক ওদিক হলেই মুখোমুখি সংঘর্ষ হত ২টি বিমানের। আর তা হয়তো ভারতীয় বিমান পরিষেবার ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় অধ্যায় হয়ে যেত। বেঙ্গালুরুর আকাশে এমনই এক অতি ভয়ংকর পরিস্থিতি সামলে দিলেন ২ বিমানের পাইলট। কার্যত তাঁদের তৎপরতা ও মুহুর্তের সিদ্ধান্তে কপাল জোড়ে এড়ানো গেল এতগুলো মানুষের জীবনহানির সম্ভাবনা।

ইন্ডিগো বিমান সংস্থার একটি বিমান কোয়েম্বাটুর থেকে হায়দরাবাদ যাচ্ছিল। আর অন্য একটি বিমান বেঙ্গালুরু থেকে কোচি যাচ্ছিল। সূত্রের খবর, বেঙ্গালুরুর আকাশে আচমকাই ২ বিমানের পাইলট যন্ত্রের সাহায্যে জানতে পারেন উল্টোদিকে খুব কাছেই রয়েছে আর একটি বিমান। আর যেভাবে ওড়া চলছে তাতে ২টি বিমানের মুখোমুখি সংঘর্ষ হতে আর সামান্য সময়ের অপেক্ষা। কারণ বিমান ২টি কয়েক হাজার কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে উড়ছে। আর যখন ২ পাইলট জানতে পারেন তখন ২টির মধ্যে দূরত্ব ছিল মাত্র ৮ কিলোমিটার। এরপর ২ পাইলট নিজেদের দক্ষতায় এই দুর্ঘটনা থেকে বিমান ২টিকে রক্ষা করেন। এ যাত্রায় বেঁচে যান বিমান যাত্রীরা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *