National

নাবালিকাকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার ৯৯ বছরের বৃদ্ধ


আর ১ বছর পার করলেই ১০০ বছর পূর্ণ করবে। শতবর্ষ আয়ুর হাতেগোনা মানুষের ক্লাবে জায়গা হবে তার। সেই ৫ কন্যা ও ২ পুত্রের জনক, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বৃদ্ধকে গ্রেফতার করল পুলিশ। তাও আবার ১০ বছরের এক নাবালিকার ওপর যৌন হয়রানির অভিযোগে। তার নিজেরই প্রপৌত্রী রয়েছে। তাদের বয়সও ১০-এর বেশি। সেই প্রপৌত্রীর বয়সী এক নাবালিকাকে যৌন হয়রানির অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করা নিয়ে রীতিমত হৈচৈ পড়ে গেছে চেন্নাই জুড়ে। পুলিশের কাছে নাকি নিজের অপরাধের কথা স্বীকারও করেছে ওই ৯৯ বছরের বৃদ্ধ।


তার একটি বাড়িতে ভাড়া থাকতেন এক পরিবার। মা, বাবা ও মেয়ে। মেয়ের কদিন ধরেই পেটে ব্যথা হচ্ছিল। আর তাতেই সন্দেহ হয় অভিভাবকদের। চিকিৎসকেরা জানান ওই নাবালিকা যৌন হয়রানির শিকার। পরে ওই বালিকা পুলিশকে ওই বৃদ্ধের কথা জানানোর পর অবশেষে তাকে গ্রেফতার করা হয়। ৯৯ বছরের এক বৃদ্ধের এমন কাণ্ডে হতবাক গোটা চেন্নাই।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *