National

আম পাড়ার অপরাধে ১০ বছরের বালককে গুলি করে হত্যা

খেলতে খেলতে সে ঢুকে পড়েছিল বাধো চৌধুরির আম বাগানে। এখন আমের সময়। ফলে বাগানের গাছে ভর্তি আম। সেই অগুনতি পাকা আমের কয়েকটা সে গাছ থেকে পেড়েছিল খাবে বলে। এটাই তার অপরাধ! আর সেই অপরাধের শাস্তি দিতে মাত্র ১০ বছরের বালক সত্যম কুমারের মাথায় গুলি করে বাগানের সুরক্ষাকর্মী রামাশিস যাদব। এমনটাই অভিযোগ সত্যমের পরিবারের। রক্তাক্ত সত্যমকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। গত বৃহস্পতিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বিহারের খাগারিয়া জেলার শেরগড় গ্রামে। এক ছোট্ট ছেলেকে কেবল না বলে আম পাড়ার অপরাধে এভাবে গুলি করে হত্যার কথা কানে যেতেই এলাকায় হৈচৈ পড়ে যায়। দোষীদের কঠোর শাস্তির দাবি জানাতে থাকেন স্থানীয় মানুষজন। পুলিশ তদন্ত শুরু করেছে।

আম বাগানকে কেন্দ্র করে আর একটি ঘটনা ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরেও। ২ ভাইয়ের আম বাগান রয়েছে। পারিবারিক এই আমবাগান থেকে আম পাড়াকে কেন্দ্র করে ২ ভাইয়ের মধ্যে অশান্তি চরমে পৌঁছয়। অশান্তি চলাকালীন এক ভাইকে আক্রান্ত হতে দেখে তাঁকে বাঁচাতে ছুটে আসেন তাঁর ছেলে। অভিযোগ সেই সময়ে ওই যুবককে ধারাল অস্ত্র দিয়ে কোপায় দুষ্কৃতিরা। তাজমুল হক নামে ওই যুবককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *