National

ভেঙে পড়ল নাগরদোলা, উপর থেকে ছিটকে পড়ে মৃত নাবালিকা

ফের জয় রাইডে ভয়ানক দুর্ঘটনা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই আতঙ্কে হাত-পা ঠান্ডা হওয়ার উপক্রম নাগরদোলাপ্রেমীদের। এবার অকুস্থল অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার জুনিয়র কলেজ চত্বরের মাঠ। একে রবিবার ছুটির দিন। তার ওপর এখন গরমের ছুটি চলছে। তাই ‘রোবো প্রাণি প্রদর্শনী’-র মেলায় কচিকাঁচাদের ভিড় অন্যান্য দিনের থেকে একটু বেশিই ছিল। খাওয়া দাওয়া, কেনাকাটির পাশাপাশি মেলার অন্যতম আকর্ষণ ছিল নাগরদোলা। রাতে তাতেই চেপে বসেন ৭ কিশোর-কিশোরী। নাগরদোলা ঘুরপাক দিতেই শিরশিরানি ভয় ও উত্তেজনায় চিৎকার করে ওঠে তাঁদের মধ্যে কয়েকজন। নিচে দাঁড়িয়ে ছেলেমেয়েদের আনন্দ করতে দেখছিলেন তাঁদের অভিভাবকরা।

আচমকা আনন্দের মুহুর্ত বদলে যায় আর্তনাদে। কয়েক পাক ঘোরার পরেই জমজমাট মেলার বৈদ্যুতিন নাগরদোলা ভেঙে পড়ে। সকলকে চমকে দিয়ে বিকট শব্দে নাগরদোলার ট্রলিগুলি খুলে নিচে পড়ে যেতে থাকে। তাতে বিশাল উঁচু থেকে ছিটকে নিচে পড়ে যায় আম্রুথা নামে ১০ বছরের নাবালিকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। যাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দুর্ঘটনার পরেই মেলায় উপস্থিত জনতা ক্ষোভে ফেটে পড়েন। প্রত্যক্ষদর্শীদের দাবি, নাগরদোলার নাট বল্টুগুলি আলগা হয়ে গিয়েছিল। সেকথা জানানও হয়েছিল নাগরদোলার চালককে। তারপরেও ঝুঁকি নিয়ে ওই অবস্থায় নাগরদোলা চালিয়ে দেয় সে। যার জেরে চোখের নিমেষে ঘটে যায় বিপত্তি। এরপরেই মেলায় উপস্থিত ক্ষিপ্ত জনতা মদ্যপ চালককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। দুর্ঘটনার পরেই সমস্ত জয় রাইড বন্ধ করে দিয়েছে মেলা উদ্যোক্তারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *