National

বারে মারপিট, উড়ল চেয়ার, ভাঙল বোতল, ডিজে-র হাতে খুন যুবক

Published by
News Desk

গত রবিবার সন্ধে। তাও আবার জন্মদিনের পার্টি। ফলে ক্রমশ হুল্লোড়ের পারদ চড়ছিল। পশ্চিম দিল্লির পাঞ্জাবি বাগ এলাকার একটি বারে পার্টি দিচ্ছিলেন মধ্য পঁচিশে পা দেওয়া ইশমিত। আমন্ত্রিত ছিলেন জনা দশেক বন্ধু। বারের ৪ তলায় পার্টি চলাকালীন ইশমিতের এক বন্ধু পেশায় জিম ইন্সট্রাক্টর বিজয়দীপ ওপরের তলায় গিয়ে ডিজে-কে গান বদলাতে বলেন। কিন্তু ডিজে তাতে রাজি ছিলেন না।

বিজয়দীপ ও ডিজের মধ্যে এই নিয়ে বচসা শুরু হয়। ক্রমশ পারদ চড়তে থাকে। হাজির হন বিজয়দীপের বন্ধুরা। অন্যদিকে বারের কর্মীরা ডিজের সঙ্গ দিতে থাকেন। কিছুক্ষণের মধ্যে বচসা হাতাহাতিতে গড়ায়। তার থেকে শুরু হয় চেয়ার ছোঁড়া। একের পর এক বিয়ারের বোতল ভেঙে একে অপরের দিকে তেড়ে যায়। অভিযোগ এর মাঝেই ডিজে একটি ছুরি দিয়ে বিজয়দীপকে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন বিজয়দীপ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। আহত হন বেশ কয়েকজন। ঘটনার পর চম্পট দিলেও পরে পুলিশ অভিযুক্ত ডিজেকে গ্রেফতার করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বারের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

Share
Published by
News Desk