National

বাসে আগুন, ঝলসে মৃত ২৭

বিহারের পূর্ব চম্পারণ জেলার মোতিহারি এলাকায় ২৮ নং জাতীয় সড়কের ওপর বৃহস্পতিবার বিকেলে ঘটে গেল এক ভয়ানক দুর্ঘটনা। বৃহস্পতিবার বিকেল ৩টে নাগাদ জাতীয় সড়ক ধরে ছুটে চলেছিল একটি যাত্রী বোঝাই বাস। মুজফ্ফরপুর থেকে নয়াদিল্লিগামী বাসটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গড়িয়ে পড়ে। গড়াতে গড়াতেই বাসটিতে আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলে ওঠে বাসটি। বাসের ভিতর থেকে তখন ভেসে আসছে আটকে পড়া যাত্রীদের অসহায় আর্তনাদ।

ভয়াবহ এই দুর্ঘটনার পরই আশপাশের গ্রামের মানুষজন উদ্ধারকাজে ছুটে আসেন। কিন্তু ততক্ষণে বাসে আগুন জ্বলতে শুরু করেছে। আগুনে বাসের মধ্যেই ঝলসে মৃত্যু হয় কমপক্ষে ২৭ জনের। এমনই জানিয়েছে স্থানীয় প্রশাসন। বাকি আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রাস্তার ওপর একটি বাইককে পাশ কাটাতে গিয়েই নিয়ন্ত্রণ হারান বাসচালক। তারপরই ঘটে যায় দুর্ঘটনা। বাসটিতে মোট ৩২ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর পুলিশ এসে উদ্ধারকাজ শুরু করে। কিন্তু প্রবল বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More