National

রাস্তার ওপর তরুণীর পোশাক খুলে দেওয়ার চেষ্টা যুবকদের, পথচারীরা তুললেন ভিডিও


রাতের আঁধারে নয়। প্রকাশ্য দিবালোকে ৬ জন যুবক মিলে নির্দ্বিধায় শ্লীলতাহানি করছে এক তরুণীর। কেউ সজোরে জাপটে ধরছে তরুণীকে। যাতে তাদের হাত থেকে কোনওভাবেই পালিয়ে বাঁচতে না পারে। কেউ আবার হাসতে হাসতে টেনে খুলে দিতে চাইছে তরুণীর পোশাক। যুবকদের বজ্র আঁটুনি থেকে বেরোতে প্রাণপণে লড়াই চালিয়ে যাচ্ছেন তরুণী। সম্ভ্রম বাঁচাতে কাকুতি মিনতি করছেন তিনি। তরুণীর আবেদনে কান দেওয়ার মত অবশ্য সময় ছিল না পথচারীদের কারোরই। বরং চোখের সামনে এমন ‘বিরল’ ঘটনার ছবি মোবাইল বন্দি করতেই ব্যস্ত ছিলেন তাঁরা!


অভিযোগ, আক্রান্ত তরুণীর সাহায্যে এগিয়ে না গিয়ে উল্টে তাঁর শ্লীলতাহানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন অনেকে। যেন খোলা আকাশের নিচে কোনও সিনেমার শ্যুটিং হচ্ছে। পকেট থেকে ফোন বার করে তরুণীর হেনস্থার দৃশ্য রেকর্ডও করতে থাকেন তাঁরা। গত শনিবার বিকেলে রেকর্ড করা কয়েক মিনিটের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়া হয়। সেই ভিডিও নজরে আসতেই হৈচৈ পড়ে যায় বিহারের জেহানাবাদ অঞ্চলে। দ্রুত ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেয় প্রশাসন। ভিডিওয় রাস্তার পাশে দাঁড় করানো বাইকের নম্বর দেখে অভিযুক্ত যুবকদের খোঁজ শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *