National

যুবতী যাত্রীকে মাদক মেশানো তরল খাইয়ে ধর্ষণ, অভিযুক্ত ক্যাব চালকের বন্ধু


বাড়ি পৌঁছে না দিয়ে ক্যাবের সওয়ারি যুবতীকে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল ক্যাব চালকের বন্ধুর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা থেকে সুরজপুর যাওয়ার জন্য একটি ক্যাব ধরেন বছর ২৫-এর এক যুবতী। গাড়িতে চালক ছাড়াও আরও এক ব্যক্তি বসেছিল। যাকে ক্যাব চালক অশোক নিজের বন্ধু বলে পরিচয় দেয়। যুবতী আপত্তি জানানোয় চালক আশ্বস্ত করে কিছুটা দূর গিয়ে অশোক নামে ওই ব্যক্তি নেমে যাবে। একথা শোনার পর তিনি ক্যাবে ওঠেন বলে পুলিশকে জানান নিগৃহীতা।


নয়ডার সেক্টর ৩৭-এ কল সেন্টারে কর্মরত ওই যুবতীর দাবি, বৃহস্পতিবার ভালোই গরম ছিল। তাই চালক তাঁকে ঠান্ডা পানীয় খেতে দিলে তিনি না করেননি। অভিযোগ, মাদক মেশানো তরল খাইয়ে যুবতীকে নেশাচ্ছন্ন করে চালক ও তার বন্ধু পরভিন নয়ডার জারকা জঙ্গলের রাস্তায় গাড়ি নিয়ে যায়। সেখানে চালকের বন্ধু যুবতীকে ধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতার দাবি, আচ্ছন্ন ভাব কেটে যাওয়ার পর ক্যাব চালকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে ফোনে পাওয়া যায়নি। বাধ্য হয়ে যুবতী পুলিশকে ফোন করে তাঁর সঙ্গে ঘটা যাবতীয় ঘটনার কথা জানান। পুলিশ এসে যুবতীকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যায়। ঘটনার তদন্তে নেমে ক্যাব চালকসহ মোট ৫ জনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *