National

চলমান সিঁড়িতে ব্যাগ আটকে কিশোরের মর্মান্তিক মৃত্যু

বহুতল শপিং মলের একটি তলা থেকে অন্য তলায় যেতে লিফটের ব্যবহার করেন হাতে গোনা মানুষ। চলমান সিঁড়ি ব্যবহার করতেই স্বছন্দ বোধ করেন অধিকাংশ জন। সেই চলমান সিঁড়ি হয়ে উঠল এক কিশোরের মৃত্যুর কারণ। গত ১০ এপ্রিলের ঘটনা। চেন্নাইয়ের এক্সপ্রেস এভিনিউ মলে পরিবারের সঙ্গে বেড়াতে গিয়েছিল নবীন খান্না। প্রত্যক্ষদর্শীদের দাবি, মলের দোতলার চলমান সিঁড়িতে হঠাৎ আটকে যায় কিশোরের ব্যাগ। ব্যাগে হ্যাঁচকা টান লাগায় সিঁড়িতেই ছিটকে পড়ে ওই কিশোর। উপস্থিত লোকজনের চিৎকারে সঙ্গে সঙ্গে চলমান সিঁড়ি বন্ধ করে দেয় মল কর্তৃপক্ষ।

গুরুতর জখম কিশোরকে নিয়ে হাসপাতালে ছোটে তাঁর পরিবার। হাসপাতালে ৩ দিন সংকটজনক অবস্থায় কাটানোর পর গত ১৩ এপ্রিল সেখানে মৃত্যু হয় কিশোরের। এরপরই ক্ষোভে ফেটে পড়েন মৃত কিশোরের বাড়ির লোকজন। মলের পরিকাঠামো এবং সুরক্ষায় গাফিলতি নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তাঁরা। যদিও মৃত কিশোরের পরিবারের দাবি মানতে নারাজ মল কর্তৃপক্ষ। তাঁদের পাল্টা দাবি, প্রতিদিন বহু মানুষ শপিং মলে চলমান সিঁড়ি দিয়ে যাতায়াত করেন। এতদিন কোনওরকম দুর্ঘটনা ঘটেনি। মল কর্তৃপক্ষের এও দাবি, কিশোরের ভুল পদক্ষেপের জন্যই এই প্রথম এত ভয়ানক দুর্ঘটনা ঘটল এক্সপ্রেস এভিনিউ মলে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তাঁরা। সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *