গাড়ির মধ্যে যৌন সঙ্গম, প্রতিবাদ করায় মহিলার শ্লীলতাহানির চেষ্টা

ভোররাতে দিকে এমনিতেই শুনশান অন্ধকারাচ্ছন্ন থাকে সমস্ত এলাকা। অধিকাংশ মানুষই ঘুমের জগতে ডুবে থাকেন। পিন পড়লে আওয়াজ পাওয়া যাবে, এমন একটা আবহ তৈরি হয় চারদিকে। গুরুগ্রামের সেক্টর ১৫ এলাকাও তার ব্যতিক্রম নয়। পাখির কলকাকলি বা অ্যালার্মের শব্দে রোজ ঘুম ভাঙত স্থানীয় এক মহিলার। গত বুধবার অবশ্য তেমনটা ঘটেনি। ওইদিন ভোর ৫টা নাগাদ একটা অস্বস্তিকর শব্দে ঘুম ভেঙে যায় তাঁর। বিরক্ত মহিলা আওয়াজের উৎসস্থলের সন্ধানে বার হয়ে বাড়ির অনতিদূরে গাড়ি পার্ক করার জায়গায় পৌঁছন। পার্কিং লটে ১টি গাড়ির ভিতর থেকে জোরাল শব্দ কানে আসে মাঝবয়সী ওই মহিলার। সেই শব্দ যে আসলে যৌন সঙ্গমের আবেগঘন আওয়াজ তা বুঝতে বাকি থাকেনা তাঁর।
স্থান-কাল-পাত্র ভুলে গাড়ির মধ্যে শরীরী সম্পর্কে মেতে ওঠা তরুণ-তরুণীকে প্রকাশ্যে অশ্লীল আচরণ করতে মানা করেন মহিলা। অভিযোগ, উত্তেজক মুহুর্তে বাধা দেওয়ায় মহিলাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বছর ২৬-এর ওই তরুণী। প্রতিবাদ করায় বছর ২০-র তরুণ সঙ্গীটি ওই মহিলার ওড়না টানাটানি করে তাঁর শ্লীলতাহানি করার চেষ্টা করে। এরপরেই মহিলার চিৎকারে ঘটনাস্থলে উপস্থিত হন এলাকার লোকজন। তাঁরাই তরুণ-তরুণীকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন। তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। তার সঙ্গিনী যুবতীকেও প্রথমে গ্রেফতার করা হয়। পরে সে জামিনে ছাড়া পায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।