National

৩৮ ভারতীয়ের দেহ নিয়ে ইরাক থেকে ফিরলেন ভিকে সিং

ইরাকে আইসিস-এর হাতে নিহত ৩৮ ভারতীয়ের দেহ নিয়ে সোমবার দুপুরে দেশে ফিরলেন বিদেশ প্রতিমন্ত্রী ভিকে সিং। গত রবিবার বিকেলেই তিনি ভারতীয় বায়ুসেনার বিমানে ইরাক রওনা দেন। এদিন অমৃতসরে অবতরণের পর ২৭ জন পঞ্জাবের বাসিন্দা ও ৪ জন হরিয়ানার বাসিন্দার নিথর দেহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। বাকি পশ্চিমবঙ্গের ৩ বাসিন্দা ও বিহারের ৪ বাসিন্দার দেহ অন্য বিমানে পাঠিয়ে দেওয়া হয়।

২০১৪ সালের জুন মাসে ভারত থেকে ইরাকের মসুল শহরে পৌঁছনো ৩৯ জন শ্রমিককে অপহরণ করে সন্ত্রাসবাদী সংগঠন আইসিস। সেখানে তাঁদের নির্মমভাবে হত্যা করে জঙ্গিরা। ১ জন কেবল সন্ত্রাসবাদীদের হাত থেকে পালাতে সক্ষম হন। ৩৮ জনের অধিকাংশকেই মাথায় গুলি করে হত্যা করে জঙ্গিরা। পরে মসুল জঙ্গিদের হাত থেকে ইরাকি সেনা পুনর্দখল করার পর সেখানে মাটি খুঁড়ে অনেকগুলি গণকবরের সন্ধান পাওয়া যায়। মসুলের কাছে বাদুস এলাকায় একটি ঢিবির তলা থেকে কয়েকটি দেহ উদ্ধার হয়। ডিএনএ পরীক্ষার পর নিশ্চিত হয় সেগুলি ওই ৩৮ ভারতীয়েরই দেহ। তারপরই দেহ দেশে ফেরানোর উদ্যোগ শুরু করে ভারত সরকার। এদিন ভারতীয় বায়ুসেনার বিমানে সেই ৩৮টি দেহ নিয়ে দেশে ফিরে এলেন মন্ত্রী ভিকে সিং।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *