National

সিবিএসই প্রশ্নফাঁস কাণ্ড, দিল্লিতে প্রবল বিরোধিতা, জাভড়েকরের বাড়ির সামনে ১৪৪ ধারা

সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় প্রশ্নফাঁস কাণ্ডে ক্রমশ সুর চড়াচ্ছে ছাত্রছাত্রীরা। সঙ্গে যুক্ত হয়েছে বিরোধী দলগুলিও। বৃহস্পতিবারের পর শুক্রবারও দিল্লির রাজপথে প্রবল বিরোধিতা শুরু করে ছাত্রছাত্রীরা। তাদের দাবি ছিল নতুন করে পরীক্ষা নিতে হলে সব বিষয়েই পরীক্ষা নিতে হবে। এদিন খোদ মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকরের বাড়ির কাছাকাছি বিক্ষোভে সামিল হয় পড়ুয়ারা। যদিও মন্ত্রীর বাড়ির দিকে এগোতে শুরু করলে তাদের পথ আটকায় পুলিশ। অবস্থার গুরুত্ব বুঝে প্রকাশ জাভড়েকরের কুশক রোডের বাসভবনের আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এদিকে ছাত্রছাত্রীদের অনেকের দাবি ভাল পরীক্ষা হয়েছিল তাদের। দীর্ঘদিনের পরিশ্রমের পর ভাল পরীক্ষা দিয়ে এখন অন্যান্য প্রস্তুতিতে ব্যস্ত তারা। মানসিক প্রস্তুতিটা অনেকটাই নষ্ট হয়েছে। এই অবস্থায় নতুন করে পরীক্ষা তাদের মনের ওপর চাপ বাড়াচ্ছে। এদিন ছাত্রছাত্রীরা প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি যারা এর সঙ্গে যুক্ত তাদের গুরুতর শাস্তির দাবি জানিয়েছে। পড়ুয়াদের এই আন্দোলনে এদিন সামিল হয় কংগ্রেসের ছাত্রশাখা ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া। তারা এদিন মানব সম্পদ উন্নয়নমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। একইভাবে কংগ্রেস নেতৃত্বের দাবি ছিল পরীক্ষা নিতে হলে সব বিষয়েই পরীক্ষা নতুন করে নিতে হবে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

অন্যদিকে প্রশ্নফাঁস বিজেপির অস্বস্তি বাড়িয়েছে সন্দেহ নেই। কংগ্রেস বিষয়টি নিয়ে সংসদেও ঝড় তুলতে চলেছে বলেই জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব। যা বিজেপির জন্য মোটেও ভাল খবর নয়। তবে বিজেপির তরফে এদিন নিশ্চিন্ত করার চেষ্টা হয়েছে। তাদের দাবি, যা হওয়ার হয়েছে। আগামী দিনে প্রশ্ন ফাঁস যাতে কোনওভাবেই সম্ভব না হয় সেকথা মাথায় রেখে নিশ্ছিদ্র নিরাপত্তার ‘ফুলপ্রুফ’ পদক্ষেপ গ্রহণ করা হবে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *