National

নির্বাচন কমিশনের আগেই বিধানসভা ভোটের দিন ঘোষণা করে দিলেন বিজেপি নেতা

নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই, কর্ণাটকের ভোটগ্রহণ ও ভোট গণনার দিন ট্যুইটারে ঘোষণা করে নিজের দলকে বিড়ম্বনার মুখে ফেললেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। কমিশন ঘোষণার আগেই একটি দলের কাছে কীভাবে চলে গেল ভোটের দিনক্ষণের বিস্তারিত তথ্য? এদিন এ প্রশ্ন ওঠার পরই বিষয়টি কমিশনের নজরে আসে। কী করে এটা সম্ভব হল তা কমিশন খতিয়ে দেখবে বলে মুখ্য নির্বাচন কমিশনার ওমপ্রকাশ রাওয়াত স্পষ্ট জানিয়েছেন। সবদিক খতিয়ে দেখে আইনত কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও স্পষ্ট জানান তিনি।

মঙ্গলবার ভোটের দিনক্ষণ ঘোষণার জন্য সাংবাদিক সম্মেলন শুরুর ১৫ মিনিট আগেই অমিত মালব্য ট্যুইট করে ভোটের দিনক্ষণ জানিয়ে দেওয়ার পর তা নির্বাচন কমিশনের ঘোষণার সঙ্গে মিলেও যায়। যদিও বিষয়টি নিয়ে প্রবল সমালোচনা শুরু হওয়ায় দ্রুত সেই ট্যুইট সরিয়েও নেন মালব্য। এই ঘটনায় প্রবল অস্বস্তিতে পড়েছে বিজেপি। বিরোধীরা এই ট্যুইটকেই হাতিয়ার করে আক্রমণ শানিয়েছে। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা ট্যুইট করে একইসঙ্গে বিজেপি ও নির্বাচন কমিশনকে কটাক্ষ করেছেন। নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণার আগেই ট্যুইট করে কর্ণাটক নির্বাচনের দিনক্ষণ জানানোয় বিজেপিকে ‘সুপার ইলেকশন কমিশন’ আখ্যা দিয়েছেন সুরজেওয়ালা। নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন তিনি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button