National

দেবীদর্শনে যেতে গিয়ে দুর্ঘটনা, মৃত ১০ তীর্থযাত্রী

দেবীমূর্তি দর্শন আর হল না। মাঝপথেই থমকে গেল যাত্রা। শেষ হয়ে গেল ৯ মহিলা সহ ১০ জন মানুষের জীবন। ঘটনাস্থল বারাণসী-লখনউ জাতীয় সড়ক। বৃহস্পতিবার সকালে জাতীয় সড়ক ধরে হুহু করে ছুটে যাচ্ছিল একটি টেম্পো। তাতে ছিলেন বেশ কয়েকজন যাত্রী। যাঁদের মধ্যে মহিলার সংখ্যাই ছিল বেশি। প্রত্যেকের বয়স ৩৫ থেকে ৪৫-এর মধ্যে। উত্তরপ্রদেশের চৌহরজান দেবীধামে যাচ্ছিলেন তাঁরা। ফতেপুর থানা এলাকায় টেম্পো পৌঁছাতেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই দুরন্ত গতির লরির মুখোমুখি পরে যায় যাত্রীবোঝাই টেম্পোটি। লরি ও টেম্পোর সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় ২ মহিলার। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় আরও ৮ জনের। গুরুতর জখম ৩ যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তীর্থযাত্রীদের মর্মান্তিক মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ও আহতদের মাথা পিছু ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে যোগী সরকার।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *