SciTech

অসম্ভবকে সম্ভব করে ১ আলোকদিন দূরে যেতে চলেছে মানুষের তৈরি যান, দিন গোনা শুরু

অসম্ভবকে সম্ভব করতে চলেছে বিজ্ঞান। মানুষের তৈরি প্রথম কোনও মহাকাশযান ১ আলোকদিন দূরে পৌঁছতে চলেছে। এখনই তা সূর্যের সংসারের বাইরে ঘুরছে।

১৯৭৭ সাল। নাসা একটি মহাকাশযানকে পাঠিয়েছিল মহাকাশে। লক্ষ্য ছিল সেটি পৌঁছবে বৃহস্পতি ও শনিগ্রহের খবর নিতে। ওই পর্যন্তই যাওয়ার কথা ছিল তার। কিন্তু সে ছুটতেই থাকে সামনের দিকে। ৩৮ হাজার মাইল প্রতি ঘণ্টা গতিতে সেটি কবেই বৃহস্পতি বা শনিগ্রহকে পার করে ইউরেনাস, নেপচুনকে পাশ কাটিয়ে, প্লুটোকেও পার করে যায়।

২০১২ সালের পর সে সূর্যের সংসার ছেড়ে বেরিয়েও যায়। সূর্যের যাবতীয় প্রভাব যেখানে শেষ হয় সেই সীমানাকে বলা হয় হেলিওপজ। সেই হেলিওপজ সীমান্ত পার করে সে পৌঁছে যায় সূর্যের সংসার ছেড়ে বৃহত্তর গভীর মহাকাশে।

যেখানে চারধারে শুধুই ধুলো, গ্যাস আর মহাজাগতিক রশ্মি। যা এক নক্ষত্রপুঞ্জের অংশ। সেখানে পৌঁছেও সেই ভয়েজার ১ মহাকাশযানটি এখনও ছুটে চলেছে। খবরও দিচ্ছে। আর সেই সঙ্গে প্রতিদিন তা পৃথিবী থেকে অনেক অনেক দূরে চলে যাচ্ছে।

এভাবেই ২০২৬ সালের ১৩ নভেম্বর পৃথিবীর ইতিহাসে এক নতুন অধ্যায় লিখতে চলেছে ভয়েজার ১। এক অসম্ভবকে সম্ভব করতে চলেছে বিজ্ঞান। ওইদিন পৃথিবী থেকে ১ আলোকদিন দূরে চলে যাবে ভয়েজার ১।

এই প্রথম মানুষের তৈরি কোনও যান পৃথিবী থেকে ১ আলোকদিন দূরে যেতে চলেছে। যা মানব ইতিহাসে এক স্বর্ণোজ্জ্বল অধ্যায় যুক্ত করবে। ১ আলোকদিন দূরে মানে ভয়েজার ১-কে যদি ২০২৬ সালের ১৩ নভেম্বরের পর কোনও সিগনাল পৃথিবী থেকে পাঠানো হয়, তাহলে ভয়েজার তা পাবেই ১ দিন পর।

তার উত্তর সে সঙ্গে সঙ্গে দিলেও তা পৃথিবীতে পৌঁছবে আরও ১ দিন পর। মানে ৪৮ ঘণ্টা বা তার কিছু বেশি সময় লেগে যাবে বিজ্ঞানীদের একটা বার্তা পাঠানোর পর তার উত্তর পেতে।

এখন প্রশ্ন হল এই ১ আলোকদিন মানে কি? আলো প্রতি সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার যেতে পারে। তারমানে ২৪ ঘণ্টায় তা প্রায় ২ হাজার ৬০০ কোটি কিলোমিটার যাত্রা করতে পারে।

২০২৬ সালের ১৩ নভেম্বরের পর ভয়েজার ১ পৃথিবী থেকে ওই দূরত্বে অবস্থান করবে। আর প্রতিদিনই সে আরও আরও দূরে চলে যেতে থাকবে। এভাবে একটি ছোট পারমাণবিক ব্যাটারির সাহায্যে ছুটতে ছুটতে সে ঠিক কোথায় পৌঁছয় এবং সেখান পর্যন্ত পৌঁছে সে বিজ্ঞানীদের ডিপ স্পেস সম্বন্ধে আরও কত তথ্য দিতে পারে সেদিকে তাকিয়ে আছে মহাকাশ বিজ্ঞান।

কারণ তা বিজ্ঞানকে সূর্যের সংসার পার করে আরও গভীর মহাকাশের হাল হকিকতের খবর দেবে। তবে এখন অপেক্ষা আর ১ বছরের। তারপরই মানুষের তৈরি কোনও যান পৃথিবী থেকে ১ আলোকদিন দূরে পৌঁছে যাবে। লিখবে এক অসামান্য ইতিহাস।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *