SciTech

মঙ্গলগ্রহে এবার টুপির সন্ধান পেল নাসার যান, লাল গ্রহে নতুন চমক

লাল গ্রহ ক্রমশ চমকের ভান্ডার হয়ে উঠছে। যত রোভারগুলি সেখানে ঘুরছে ততই একের পর এক চমক সামনে আসছে। এবার সেখানে টুপির সন্ধান পেল পারসিভিয়ারেন্স।

মঙ্গলের বুকে ঘুরে বেড়ানো নাসার রোবট রোভার পারসিভিয়ারেন্স ফের চমক দিল। এবার তার নজরে পড়েছে একটি আশ্চর্য দর্শন টুপি। না মাথায় পরার টুপি নয়। তবে হুবহু আবহাওয়ার কোপ থেকে মাথা বাঁচাতে যে ধরনের টুপি ব্যবহার হয় তেমনই একধরনের টুপি।

যা আবার অনেকের মনে হয়েছে ছোট্ট আগ্নেয়গিরি। লাল গ্রহের চেনা পাথরের অনন্ত প্রান্তরে এমন অচেনা পাথর স্বভাবতই নজর কেড়েছে বিজ্ঞানীদের।

লাল গ্রহে প্রাণের সন্ধান করে বেড়ানো রোভারগুলির পাঠানো তথ্য ঘেঁটে সর্বদাই ঘুরে ফিরে মঙ্গলে প্রাণের সূত্র খুঁজতে থাকেন বিজ্ঞানীরা। তাঁদের মনে কিন্তু সাড়া জাগিয়েছে এই পাথর।


কারণ এই পাথরের অন্যরকম দর্শন দেখে বিজ্ঞানীরা মনে করছেন এই পাথরকে ঠিকমত বিশ্লেষণ করতে পারলে, পরীক্ষা করতে পারলে, এটি মঙ্গলে একসময়ের প্রাণের সন্ধান দিতেই পারে। স্পেস ডট কম-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এই পাথুরে টুপি মঙ্গলের আবহাওয়ার ক্রমশ পরিবর্তন নিয়ে অনেক তথ্য দিতে পারে।

পারসিভিয়ারেন্স জেজেরো ক্রেটার থেকে উপরে উঠে এসে তারই আশপাশের এলাকায় ঘুরছে। একের পর এক নতুন জায়গায় পৌঁছে যাচ্ছে। কখনও ছোট টিলাতেও উঠে পড়ছে। সেখান থেকে ছবি পাঠাচ্ছে মঙ্গলের মাটির।

মঙ্গলের আর এক দিকে ঘুরছে নাসার আর এক যান কিউরিওসিটি। সেও নানা তথ্য পাঠাচ্ছে মঙ্গল সম্বন্ধে। বিজ্ঞানীরা এখন আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন যাতে খুব দ্রুত মঙ্গলে মানুষ পাঠানো যেতে পারে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *