SciTech

মঙ্গলে অন্যদের হারিয়ে রেকর্ড গড়ল নাসার যান, মাত্র ১ দিনে অসম্ভবকে করল সম্ভব

লাল গ্রহের মাটিতে এখন একাধিক রোবট যান ঘুরে বেড়াচ্ছে। তথ্য সংগ্রহ করছে। সেই তালিকায় থাকা পারসিভিয়ারেন্স এবার অন্যদের হারিয়ে রেকর্ড গড়ল।

লাল গ্রহে সে ইতিমধ্যেই নিজের কার্যক্ষমতা ও সব অবস্থার সঙ্গে লড়াই করার শক্তি দেখিয়ে দিয়েছে। অন্যরাও কম যায়না। লাল গ্রহে ঘুরতে থাকা পারসিভিয়ারেন্স অবশ্য এবার লাল গ্রহেই ঘুরে বেড়ানো অন্য রোবট যানদের টেক্কা দিয়েছে।

লাল গ্রহে পারসিভিয়ারেন্স ছাড়াও ঘুরছে কিউরিওসিটি বা অপরচুনিটি। কিন্তু পারসিভিয়ারেন্স এবার যা করে দেখাল তা অন্যরা এখনও করতে পারেনি। এক্ষেত্রে অবশ্য কোনও কিছু আবিষ্কার করা বা কোনও গবেষণা করে সাফল্য ঝুলিবন্দি করেনি পারসিভিয়ারেন্স।

বরং দৌড়ে জিতল এই রোবট যান। মঙ্গলের বুকে ঘুরে বেড়ানো যেকোনও যানের চেয়ে ১ দিনে সবচেয়ে বেশি পথ অতিক্রম করে দেখাল পারসিভিয়ারেন্স। মঙ্গলের মাটিতে ১ দিনে সে ছুটল ৪১১ মিটার পথ। তাও আবার মঙ্গলের অসমতল পাথুরে জমির ওপর দিয়ে।

১ হাজার ৩৪৮ ফুট পথ মাত্র ১ দিনে অতিক্রম এখনও পর্যন্ত মঙ্গলের বুকে ঘুরে বেড়ানো কোনও যান করতে পারেনি। পারসিভিয়ারেন্সেরও এটা রেকর্ড। সেও গত ১৯ জুনের আগে এই দূরত্ব একদিনে অতিক্রম করে দেখাতে পারেনি।

এখন মঙ্গলগ্রহের ক্রোকোডিলেন মালভূমিতে অবস্থান করছে পারসিভিয়ারেন্স। গত দেড় মাস ধরে সেখানেই ঘুরে বেড়াচ্ছে সে। জেজেরো ক্রেটার ছেড়ে এখন পারসিভিয়ারেন্স জেজেরোর উপরে উঠে এসে তার আশপাশের এলাকা ঘুরে দেখছে। অনেক নতুন তথ্যও বিজ্ঞানীদের পাঠাচ্ছে নাসার এই রোবট যান।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *