National

রমজান, কালাপানি, পরিবেশ, যোগা এবং মনের কথা

কাশ্মীরে অশান্তি থেকে পাক-ভারত চাপানউতোর, সাম্প্রতিককালে বেশি করে মাথাচাড়া দেওয়া এসব সমস্যা নিয়ে ‘মন কি বাত’ অনুষ্ঠানে অবশ্যই প্রধানমন্ত্রীর তরফে কিছু বার্তা আসবে, আশা ছিল দেশবাসীর। কিন্তু সে দিক মাড়ালেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বরং এসব সুকৌশলে এড়িয়ে তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এ জায়গা পেল দর্শন। এদিন অনুষ্ঠানের শুরুতেই পবিত্র রমজান মাস উপলক্ষে মুসলিম ধর্মাবলম্বী মানুষজনকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এরপর বীর সাভারকরের জন্মজয়ন্তীকে সামনে রেখে স্বাধীনতা বিপ্লবে সেসময়ের যুবসমাজের বলিদানের প্রসঙ্গ। দেশের বর্তমান প্রজন্মকে জীবনে একবার অন্তত আন্দামানের সেলুলার জেলটি দেখে আসার আহ্বান জানান মোদী। দেখে আসতে বলেন কী কঠিন আত্মত্যাগ, কষ্ট আর বলিদানের মধ্যে দিয়ে ভারতীয় যুবারা সেসময়ে ইংরেজ শাসন থেকে দেশকে মুক্ত করার লড়াই চালিয়েছিলেন। সেইসঙ্গে আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ বাড়ানোর ওপর জোর দেন প্রধানমন্ত্রী। এবার পরিবেশ দিবসে রাষ্ট্রপুঞ্জের ট্যাগলাইন কানেক্টিং পিপল টু নেচার। এ প্রসঙ্গে বলতে গিয়ে ভারতীয় দর্শন ও বেদেও কীভাবে পরিবেশের কাছে থাকার পরামর্শ জায়গা করে নিয়েছে সেকথা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে তিনি জানান ৫ জুন পরিবেশ দিবস উপলক্ষে দেশের ৪ হাজার শহরের বিভিন্ন কোণায় দুটি করে নোংরা ফেলার ডিব্বা রাখা থাকবে। একটির রং নীল ও অপরটির সবুজ। নীল রঙের ডিব্বায় শুকনো নোংরা ও সবুজ রঙের ডিব্বায় তরল বা ভেজা নোংরা ফেলে শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিতে দেশবাসীকে আহ্বান জানান মোদী। এই প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর লালকেল্লা থেকে নিজের প্রথম ভাষণে দেশে স্বচ্ছভারত অভিযানের যে ডাক তিনি দিয়েছিলেন তাও এদিন মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। অভিনন্দন জানান তাঁদের যাঁরা উদ্যোগ নিয়ে নিজের নিজের এলাকা পরিস্কার রাখছেন। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরই বিশ্ব জুড়ে আরও একটি দিবস গুরুত্বের সঙ্গে পালিত হচ্ছে। বিশ্ব যোগা দিবস। যা বিশ্বকে কার্যত ভারতের দান। ওদিন ভারতের যেসব পরিবারে ৩ প্রজন্ম জীবিত, তাঁদের একসঙ্গে যোগা করার ছবি তুলে তা নরেন্দ্র মোদী অ্যাপ বা মাইগভ অ্যাপে তুলে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কাল, আজ ও কাল নামে এই তিন প্রজন্মের যোগাভ্যাসের ছবি বিশ্বকে উদ্বুদ্ধ করবে বলেই বিশ্বাস তাঁর। পাশাপাশি মোদী জানান, আগামী ২১ জুন যোগা দিবস। তার আগে টানা ৩ সপ্তাহ ধরে প্রতিদিন তিনি সোশ্যাল সাইটে যোগ নিয়ে কিছু না কিছু বার্তা দেবেন।

 

Show More

News Desk

নীলকণ্ঠে যে খবর প্রতিদিন পরিবেশন করা হচ্ছে তা একটি সম্মিলিত কর্মযজ্ঞ। পাঠক পাঠিকার কাছে সঠিক ও তথ্যপূর্ণ খবর পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা থেকে নীলকণ্ঠের একাধিক বিভাগ প্রতিনিয়ত কাজ করে চলেছে। সাংবাদিকরা খবর সংগ্রহ করছেন। সেই খবর নিউজ ডেস্কে কর্মরতরা ভাষা দিয়ে সাজিয়ে দিচ্ছেন। খবরটিকে সুপাঠ্য করে তুলছেন তাঁরা। রাস্তায় ঘুরে স্পট থেকে ছবি তুলে আনছেন চিত্রগ্রাহকরা। সেই ছবি প্রাসঙ্গিক খবরের সঙ্গে ব্যবহার হচ্ছে। যা নিখুঁতভাবে পরিবেশিত হচ্ছে ফোটো এডিটিং বিভাগে কর্মরত ফোটো এডিটরদের পরিশ্রমের মধ্যে দিয়ে। নীলকণ্ঠ.in-এর খবর, আর্টিকেল ও ছবি সংস্থার প্রধান সম্পাদক কামাখ্যাপ্রসাদ লাহার দ্বারা নিখুঁত ভাবে যাচাই করবার পরই প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *