দুর্গাপুজো দেখতে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঢাকের বাদ্যে করলেন আরতিও
প্রধানমন্ত্রী এবার দুর্গাপুজো দেখতে হাজির মণ্ডপে। যাকে একটা ঐতিহাসিক মুহুর্ত বলছে বিজেপি। মা দুর্গার সামনে মহাষ্টমীতে সন্ধ্যারতিও করলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাষ্টমীর সন্ধেয় পৌঁছে গেলেন দুর্গাপুজো দেখতে। মণ্ডপে মাতৃপ্রতিমার সামনে হাজির হলেন। প্রণাম করলেন। আরতিও করলেন। প্রধানমন্ত্রী নিজে সন্ধ্যা আরতি করলেন ঢাকের বাদ্যির সঙ্গতে। তারপর নিজেই জানান সকলের জন্য প্রার্থনা করেছেন তিনি। সকলকে খুশি রাখা, ভাল রাখার জন্য মায়ের কাছে প্রার্থনা করেছেন।
দুর্গাপুজো মানেই সেই সঙ্গে দেশজুড়ে নবরাত্রির উৎসব পালিত হয়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব হিসাবেই পরিচিত দুর্গাপুজো। যা কেবল বাংলা নয়, সারা ভারত এমনকি বিশ্বের নানা প্রান্তেও পালিত হয়।
প্রধানমন্ত্রী এদিন হাজির হন দিল্লির চিত্তরঞ্জন পার্কে। চিত্তরঞ্জন পার্ক দিল্লির বাঙালি পল্লি হিসাবে পরিচিত জায়গা। যেখানে বহু বাঙালির বাস। সেখানে কালীবাড়ি মন্দির চত্বরে হওয়া দুর্গাপুজোয় অংশ নেন তিনি।
প্রধানমন্ত্রীকে সঙ্গে পেয়ে কার্যতই খুশি উদ্যোক্তা থেকে আশপাশের মানুষজন। প্রধানমন্ত্রী এখানে বেশ কিছুক্ষণ কাটান। আরতি করেন। ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে এটাই শেষ দুর্গাপুজো।
নির্বাচনে বাংলার সঙ্গে মিশে যাওয়ার এটা ছিল একটা ভাল সুযোগ। প্রধানমন্ত্রী এদিন একাধারে দুর্গাপুজোয় শামিল হওয়া এবং সেই সঙ্গে বাঙালিদের কাছে পৌঁছে যাওয়া, ২টোই একসঙ্গে সেরে ফেলেন।
প্রধানমন্ত্রী এদিন দুর্গাপুজো ও বাঙালি সংস্কৃতির কথা তুলে ধরেন। চিত্তরঞ্জন পার্কে প্রধানমন্ত্রীর আসাকে কেন্দ্র করে দক্ষিণ দিল্লিতে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা। এদিকে বৃষ্টি সত্ত্বেও দিল্লিতে দুর্গাপুজো কিন্তু তার এতটুকু জৌলুস হারায়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা