National

দেশে প্রথম জলে ভাসল অভিনব নীল রংয়ের সবুজ যান

ভারতে এই প্রথম এমন এক জলযান জলে ভাসল। সমুদ্র নয়, ভূখণ্ডের মধ্যে ছড়িয়ে থাকা নদী বা অন্য জলভাগে এই যান যাত্রী নিয়ে যেতে পারবে।

ভারতে জলযানের অভাব নেই। মাঝিতে টানা নৌকা থেকে শুরু করে জেনারেটরে চলা নৌকা বা ডিজেলে চলা স্টিমার বা অন্য জলযান। ভরতের নানা প্রান্তে নানা ধরনের জলযান নজর কাড়ে। অধিকাংশই ভেসে বেড়ায় নদীর বুকে। যাত্রী পরিবহণে এক বড় ভরসা এই সব জলযান। এবার সেই জলযানদের জগতে যোগ দিল এক অভিনব জলযান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার তামিলনাড়ু থেকে কেরালার কোচিতে একটি জলযানের ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন। যা ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এমন জলযান যা হাইড্রোজেন জ্বালানি সেলে জলের ওপর দিয়ে যাত্রী নিয়ে যাবে।

ভারতে এই প্রথম কোনও আওয়াজ না করা, কোনও দূষণ না ছড়ানো এবং জ্বালানি সাশ্রয়ী এক জলযান জলে ভাসল। যা হাইড্রোজেন জ্বালানিতে চলবে।

বিশ্ব উষ্ণায়নের কারণকে এই জলযান প্রতিহত করেই ছুটবে। ভারতের হরিত নৌকা প্রকল্পের আওতায় এই যানটি তৈরি করা হয়েছে। কেন্দ্র দূষণহীন সবুজ জলযানে জোর দিয়েছে।


সেই লক্ষ্যে এক বড় পদক্ষেপ এই হাইড্রোজেন চালিত নৌকা। এই নৌকা আপাতত কেরালার নানা জলপথে ঘুরে বেড়াবে যাত্রী নিয়ে। আগামী দিনে এমন জলযান ক্রমশ ছড়িয়ে পড়ার কথা দেশের নানা প্রান্তের নদীতে।

হাইড্রোজেন জ্বালানি দ্বারা চালিত প্রথম এই দেশিয় প্রযুক্তির জলযান যদি সঠিকভাবে ছুটে বেড়াতে পারে তাহলে আগামী দিনে ভারতের সবুজ জলযান বা হরিত নৌকা প্রকল্প নতুন উচ্চতা পাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button