
সাইবার নিরাপত্তা নিয়ে চুক্তি সাক্ষর করবে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যে বৈঠকে সাইবার নিরাপত্তা ও ইন্টারনেট গভার্ন্যান্সে পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তারপরই ঠিক হয় আগামী দুমাসের মধ্যেই ২ দেশ এ নিয়ে চুক্তি সাক্ষর করবে। এদিন আর্থিক বিকাশ ও উন্নয়নের ক্ষেত্রে নিরাপদ ও নির্ভরযোগ্য ইন্টারনেট পরিষেবার প্রয়োজনীয়তার কথা মেনে নেন ২ রাষ্ট্রপ্রধানই। অনলাইনে কাজের ক্ষেত্রে ক্ষতিকর ও ধ্বংসাত্মক কার্যকলাপকে কখনই বরদাস্ত করা যায়না বলেও সহমত হয়েছেন তাঁরা। এধরণের কাজকর্ম রুখতে পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন মোদী-ওবামা। অন্যদিকে পরমাণু সরবরাহকারী রাষ্ট্রজোটে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে সুইৎজারল্যান্ডের পরে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেরও সবুজ সংকেত আদায় করে নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দেন প্রেসিডেন্ট ওবামা।













