National

বন্যাত্রাণে ৫০০ কোটি, আকাশপথে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

বন্যা বিধ্বস্ত কেরালার বন্যাত্রাণে ৫০০ কোটি টাকার আর্থিক সাহায্য ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। যদিও কেরালা সরকার কেন্দ্রের কাছ থেকে ২ হাজার কোটি টাকার আর্থিক সাহায্য চেয়েছিল। তবে ৫০০ কোটির আর্থিক সাহায্য পেয়েও তারা খুশি। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছে পিনারাই বিজয়ন সরকার। এদিন ট্যুইট করে মুখ্যমন্ত্রীর দফতর থেকে এমনই জানানো হয়। এদিন সকালে কেরালার মুখ্যমন্ত্রীর সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে বন্যা ত্রাণের জন্য ৫০০ কোটি টাকা দেওয়ার কথা জানানোর পাশাপাশি বন্যায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ও গুরুতর আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন তিনি।

গত শুক্রবার দিনভরই দিল্লিতে অটলবিহারী বাজপেয়ীর অন্ত্যেষ্টি নিয়ে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ধেয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার পরই কেরালার উদ্দেশে রওনা দেন তিনি। শনিবার সকালে আকাশপথে বন্যা বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। কোচির আশপাশের বিস্তীর্ণ অঞ্চলের শোচনীয় পরিস্থিতি নিজে চোখে দেখেন তিনি। হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন কেরালার রাজ্যপাল পি সতশিবম, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী কে ডি আলফোন্স।

কেরালার যা পরিস্থিতি তাতে অবিলম্বে কেরালার বন্যাকে অবিলম্বে জাতীয় বিপর্যয় ঘোষণা করার অনুরোধ জানিয়ে এদিন ট্যুইট করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

(প্রধানমন্ত্রীর ছবি – সৌজন্যে – ট্যুইটার – নরেন্দ্র মোদী)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *